মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
বিএনপি’র অবৈধ অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ এর পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আজ ৫ নভেম্বর ২০২৩ শিবালয়ের আরিচা ঘাটে অবস্থান কর্মচূচির পালন করেন। এসময় প্রধান অতিথি হিবেবে বক্তব্য রাখেন। জেলা আ’লীগের উপদেষ্টা মোঃ সালাউদ্দিন মামুদ জাহিদ।
অন্যান্যের মধ্যে শিবালয় উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ আব্দুর রহমান মৃধা, ভিপি ফরহাদ, ঘিওর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, চকমির ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান শফিক প্রমুখ।
এ সময় এস এম জাহিদ তার বক্তবে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছ। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি ও জামায়াত মিলে দেশটাকে আবার পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ তা হতে দেবে না। আ’লীগ রাজপথে আছে এবং থাকবে।
তিনি আরও বলেন, আমি নির্বাচন করবো আমাকে ও শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মানিকগঞ্জ ১ তথা শিবালয়, ঘিওর, দৌলতপুর আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব ইনশাল্লাহ।