নিজস্ব প্রতিনিধি:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার ৮ নং গাড়াগ্রাম ইউনিয়নের, পশ্চিম দলিরাম পাঁচ নম্বর ওয়ার্ডে, মাঝাপাড়ায় অবৈধভাবে জমি দখল। করে রেখেছেন মোসাম্মাৎ নাসরিন আক্তার, নাসরিন আক্তার বিভিন্ন জনকে টাকা পয়সা দিয়ে এরকম অনৈতিক কাজ করাচ্ছেন, এবং সে জোরপূর্ব করে আজিজুল ইসলাম নামে এক ভূমিহীন, অসহায়, লোকের জমি জোরপূর্বক দখল করে রেখেছে এই নাসরিন আক্তার। এ বিষয় নিয়ে কিশোরগঞ্জ থানায় মামলা হলে তারা সঠিক যাচাই-বাছাই না করে মহিলাকে হুকুম দেয় যে তুমি ট্রিনের বেড়া দাও। এবং জমির মূল মালিক মোঃ আজিজুল ইসলামের আকুতি মেনতি অনেক জায়গায় তিনি বিচার দিয়ে বিচার পাচ্ছেন না। এলাকার মানুষজন জানান আজিজুল ইসলাম, এই জমিটির প্রকৃত মালিক কিন্তু অবৈধভাবে যবর দখল করে রেখেছেন নাসরিনের আখতার ও তার পরিবার। আজিজুল ইসলাম জমির মধ্যে যেতে গেলে বিভিন্ন রকমের হুমকি ধামকি হত্যার উদ্দেশ্যে সবকিছুই করবে বলে নাসরিন আক্তার জানিয়েছেন আজিজুল ইসলামকে। এ বিষয় নিয়ে অনেক সংবাদ কর্মী ও মানবাধিকার কর্মী তারা আজিজুল ইসলামের পক্ষে লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত। অবৈধ দখলদার নাসরিন আক্তার কে মত দিচ্ছে এলাকার কিছু লোক।
এ বিষয় নিয়ে ভূমিহীন আজিজুল ইসলাম বলেন আমি আমার এই জমিটি ফিরে চাই
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছে,
এবং আমি একজন ভূমিহীন মানুষ আমি স্থানীয় ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
আমার কাছে রয়েছে এর দলিল, খাজনা খারিজ সহ একটি জমির যা কাগজ লাগে যাবতীয় কাগজ আমার কাছে কাছে রয়েছে কিন্তু অবৈধ দখলদার নাসরিনের কাছে কোন কিছু নেই নাসরিন নিজ মুখ দিয়ে স্বীকার করেছেন এ কথা।
অবৈধ দখলদার নাসরিনকে সরিয়ে দিয়ে আমার জমি আমি ফিরে চাই।