মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারিতে ১৫ টি (পনের) অটো চুরি মামলার
আসামি সহ আন্ত: জেলা চোর
চক্রের ০৩ সংক্রিয় সদস্যকে গ্রেপ্তার ও অটো উদ্ধার করতে সক্ষম হয়েছে জলঢাকা থানার চৌকস পুলিশ অফিসারগন।
নীলফামারী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর পিপিএম স্যারের দিক নির্দেশনায় সুযোগ্য অফিসার ইনচার্জ জলঢাকা থানার (ওসি) জনাব মোঃ মুক্তারুল আলম, ও পুলিশ পরিদর্শক (তদন্ত)নেতৃত্বে জলঢাকা থানার বিশেষ অভিযান টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে জলঢাকা থানার মামলার ২৪ তারিখ-২৩/১১/২৩ ধারা ১৭০/৩২৮/৩৭৯ দঃবি এর আসামী ০১/মোঃ সাজু আহমেদ @পায়েল (৩১)পিতাঃ মোঃ আব্দুল আউয়াল গ্রাম রাজিব টেপামধুপুর থানা কাউনিয়া জেলা রংপুর ০২/আসামী মোঃ- মিজানুর রহমান@বাবু (৪০)পিতা মোঃ আব্দুস সামাদ আসামি ০৩/মোঃ শফিকুল ইসলাম (৪৫) পিতা মৃত নুর ইসলাম উভয়ের গ্রাম দক্ষিণ বিন্নাটারী থানাঃ-হাজিরহাট আরপিএমপি রংপুরদের কে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তাহারা চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে,এবং তাহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ০৩ টি চোরাই অটোগাড়ী রংপুর নজিরেরহাট এলাকা হইতে উদ্ধার করা হয়। ধৃত আসামিগণ চেতনা নাশক ওষুধ খাওয়াইয়া অজ্ঞান করিয়া সু কৌশলে অটো গাড়ি চুরি করিয়া লইয়া যায়। তাহারা দীর্ঘদিন ধরিয়া জলঢাকা থানা সহ বিভিন্ন থানা এলাকায় অটো গাড়ি চুরি করিয়া আসিতেছিল। আসামী সাজু আহমেদ @ পায়েলের বিরুদ্ধে ১৫ টি অটোচুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।