নিজেস্ব প্রতিবেদক:
শরীয়তপুরে ৫০ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে শরীয়তপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। শনিবার (২৫-নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যাক্তির নাম কুদ্দুস মাদবর (৪০)। সে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের পশ্চিম কোয়ারপুর এলাকার মোঃ আবুল হোসেন মাদবরের ছেলে।
ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ডিবির ওসি আবু বকর মাতুব্বর জানান, শনিবার রাতে ডিবি পুলিশের একটি টীম নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মিজানুর রহমান সরকার, এএসআই মোকাদ্দেস, কনস্টেবল রিমন মোল্লা ও মাহমুদ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃত আসামী কুদ্দুসের খাটের নিচ থেকে ফেনসিডিল এবং একটি মোবাইল ফোন জব্দ করে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।