রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পুকুরে ডুবে ওমর ফারুক নামের ৩ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ টারীবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
মৃত ওমর ফারুক ওই গ্রামের রফিকুল ইসলাম ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওমর ফারুকের মা বাড়ির পাশে ধান শুকানোর জন্য যান, এসময় সকলের অজান্তে শিশুটি বাড়ির পাশে জনৈক আনিস মাস্টারের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
কিছুক্ষণ পরে তার মা শিশু সন্তানকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্হায় দেখে শিশুর মা চিৎকার দিলে স্বজনরা এসে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।