মোঃ নাজমুল হুদা তালুকদার:
বুধবার (১৩-ই ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় অফিসে বাটাজোর ইউনিয়ন আওয়ামী শ্রমিক লীগের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাটাজোর ইউনিয়ন শ্রমিক লীগের সন্মানীত সভাপতি ও অশ্বিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর সন্মানীত সভাপতি সাবেক যুবলীগ নেতা জনাব মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার দিলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা গৌতম বনিক। সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ ফারুক সরদার সাংগঠনিক কাঠামো ও সংগঠনের কার্যক্রম নিয়ে গঠন মূলক আলোচনা করেন।
উক্ত সভায় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ কামরুজ্জামান সরদার সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা করার পর শ্রমিক লীগের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করার লক্ষ্যে নিয়ে মাঠে কর্মসূচি থাকবে। সরকারী সকল উন্নয়ন ও সমৃদ্ধির কথা সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে হবে।
সন্মানীত সভাপতি বলেন দক্ষিণ বাংলার রূপ কার বরিশাল ১ আসনে আওয়ামী লীগের জনদরদী ও নয়ন মনি জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পৌর মেয়র জনাব হারিছুর রহমান ভাই এর হাত কে শক্তিশালী করার লক্ষ্যে মাঠে থাকতে হবে। নির্বাচনে যাহারা বাধা সৃষ্টি করতে চাইবে তাহাদের কে প্রতিহত করতে হবে। বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের নেতা জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি মহোদয় কে জয়ী করে আনবো। গৌরনদী তথা বরিশালের মাটি জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি মহোদয় এর ঘাঁটি।
বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন।
রাত ৯টা পর্যন্ত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোন সমস্যা বা অ প্রতিকার ঘটনা ঘটেনি।