বিশেষ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে মাত্র ১’শ টাকার জন্য যুবককে হত্যা করা হয়েছে । নিহতের নাম টুটুল দেওয়ান (২৮)। সে পটুয়াখালী জেলাধিন বাউফল উপজেলার সুলতানাবাদ গ্রামের মৃত আশরাফ দেওয়ানের পুত্র। টুটুল বর্তমানে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী বাঁকাচরাইল এলাকার আনসার হাজির বাড়িতে ভাড়ায় বসবাস করত।
মঙ্গলবার (১৯-ই ডিসেম্বর) রাত আনুমানিক আটটায় বর্তমান বসবাসরত ভাড়া বাসার ভিতরেই এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত টুটুল ও শামীম পাশাপাশি ঘরে ভাড়ায় বসবাস করে শ্রমিকের কাজ করত। বেশ কিছুদিন আগে টুটুল প্রতিবেশী ভাড়াটে শামীমের কাছ থেকে ৩০০ টাকা ধার নেয়। এর মধ্যে সে ২০০ টাকা পরিশোধ করলেও বাকি ১০০ টাকা পরিশোধ না করায় গতকাল রাতে টাকা চাইতে গেলে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শামীম উত্তেজিত হয়ে পাশে থাকা কেচি দিয়ে টুটুলের বুকের উপর আঘাত করে। স্থানীয়রা তাৎক্ষণিক টুটুলকে উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় টুটুল মারা যায়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল জানান, নিহতের লাশ ময়নাতনদের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘাতক শামীমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা