মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা জলঢাকা উপজেলার বারটি ইউনিয়ন নিয়ে গঠিত একটি আসন,
প্রতিদ্বন্দিতা করতেছেন সাতজন প্রার্থী দলীয় একজন তাদের মধ্যে (লাঙ্গল মার্কা) নিয়ে রয়েছেন, রানা মোহাম্মদ সোহেল অবসরপ্রাপ্ত, স্বতন্ত্র প্রার্থী (কাঁচি মার্কা) নিয়ে যিনি ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে জনপ্রিয়তার ঊর্ধ্বে চলে গেছেন।
জনাব মোঃ সাদ্দাম হোসেন পাভেল তিনি বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,
তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বক্তব্য বলেন যে আমি যদি জনগণের ভালোবাসায় আমি এই আসনে এমপি হতে পারি, আমি নীলফামারীর ৩ আসনে স্মার্ট একটি আসন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করব। এবং আমি বেকার যুব সমাজ কে বেকারত্ব দূর করব, তিনি আরো অনেক প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের মাঝে, সাদ্দাম হোসেন পাভেল সবার কাছে একটি করে ভোট এবং দোয়া চেয়েছেন ও তিনি আরো বলেন, আমি ঢাকায় থাকাকালীন অবস্থায় আমার নীলফামারী ৩ আসন তথা জলঢাকা উপজেলার যে কেউ আমাকে ফোন দিয়ে যেকোনো সহযোগিতার জন্য আমি তার সহযোগিতা করেছি, বাকি জীবনভর তাদের সেবায় নিয়োজিত থাকার জন্য আমি আমার মাতৃভূমি এলাকায় সবার কাছে দোয়া এবং আশীর্বাদ চাই যেন আমি নীলফামারী তিন আসনে সংসদ সদস্য হয়ে সেবা করতে পারি।
বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ডাক্তার আলমগীর হোসেন (হাতঘড়ি মার্কা) নিয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন, মার্জিয়া সুলতানা (ঈগল পাখি মার্কা) নিয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো মাঠে রয়েছেন মোহাম্মদ শামীম ইসলাম (মোরা মার্কা), স্বতন্ত্র প্রার্থী ফারুক কাজী রয়েছেন (কেটলি মার্কা) নিয়ে, স্বতন্ত্র প্রার্থী মোঃ খলিলুর রহমান রয়েছেন সোনালী আঁশ (পাঠার হাফাল) মার্কা নিয়ে, তারা ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন জুড়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছে।