মোঃ আল-আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
টানা তিনদিনের ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে উত্তরের বেশ কিছু জেলায় জলাবদ্ধতা। উত্তরের জেলা নীলফামারী তো একই অবস্থা খাল, বিল, নদী, নালা, বিভিন্ন পুকুর ভরাট হয়ে গেছে বৃষ্টির পানি দিয়ে, এবং নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা, হু হু করে পানি বাড়ছে তিস্তায় এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার সবকটি জল কপাট খুলে দোয়া হয়েছে ডালিয়ার আশেপাশের এলাকা গুলোতে বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে নিচু জায়গাগুলো তলিয়ে গেছে প্রায় চরে থাকা ২০ হাজার পরিবারের বাড়ি ঘর তলিয়ে গেছে তবে এ পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি, পানিতে ডুবে গেছে ইতিমধ্যে তিস্তার চরের চাষাবাদের জমিগুলো এবং আর মাত্র কয়েক দিন গেলেই আমন ধান ঘরে তুলতো চাষীরা সেই ধানগুলো সহ পানির নিচে ডুবে গেছে চিন্তায় পড়ে গেছে তিস্তা চরের কৃষকরা। এবং পরিষ্কার পানি না পেয়ে জীবন ঝুঁকিতে রয়েছে মানুষের জীবন।
গবাদি পশুরা,ও
খাদ্য সংকটে পড়েছে চরের আশেপাশের ও দারিদ্র্য সীমার নিচে বসবাস কৃত সাধারণ মানুষরা। এ বিষয় নিয়ে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশন বলেন তিনদিন ভারী বৃষ্টিপাত হয়েছে তাই নিছু জায়গাগুলো ডুবে গেছে বৃষ্টির পানিতে। তবে এখন একটু একটু করে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বড় ধরনের বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই, বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশন ও নীলফামারী।