শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সার্বিক সহযোগীতার আশ্বাস পিরোজপুরে দায়িত্বরত অধিনায়কের বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ” পিরোজপুরে মানববন্ধন কলাপাড়ায় ইসলামী আন্দোলন সভাপতির মনগড়া বক্তব্যের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন। আত্মসতের টাকা উদ্ধার করে দিলেন পিরোজপুরের পুলিশ সুপার রামগড়ে বজ্রপাতে ০১ জনের মৃত্যু ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি শীতলক্ষ্যা নদী থেকে বালি বিক্রি বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। টানা তিনদিনের বৃষ্টিপাতে হু হু করে বাড়ছে পানি তিস্তায় পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা” চট্টগ্রামে আইজিপি

গণহত্যা জুলাই

  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৭৩ বার পঠিত

শহিদুল ইসলাম

বাংলাদেশের সংবিধানে মানুষের বাকস্বাধীনতাকে মর্যাদা দেওয়া হয়েছে। নাগরিকদের সভা-সমাবেশ করার অধিকারও দেওয়া হয়েছে সুস্পষ্টভাবে। ছাত্র-সমাজের কোটা সংস্কার আন্দোলন সংঘটিত হয়েছিল সংবিধান মেনে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিন ধরে চলা ছাত্রদের এ আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়। কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটে সে গণ অভ্যুত্থানে। এজন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী অন্তত ৬৫০ জনকে প্রাণ দিতে হয়েছে। যাদের মধ্যে ৩২ জন শিশুও রয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদনে বাংলাদেশে সংঘটিত এ হত্যাযজ্ঞের কথা বলেছে।মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশের পালাবদল মানবাধিকার ও আইনের শাসনের ওপর ভিত্তি করে অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই এখন সবার মূল দায়িত্ব হওয়া উচিত। পরিস্থিতি উত্তরণে জাতীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে। এ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিস্তৃত পরিসরে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪০০ জন এবং ৫ থেকে ৬ আগস্টের মধ্যে আরও ২৫০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, শিশু, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গত জুনের মাঝামাঝি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। জুলাইয়ে বিক্ষোভ দমনে সহিংসতা ও নিরাপত্তা বাহিনী গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে।জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন স্পষ্ট করেছে ছাত্র-জনতার আন্দোলন দমনে নৃশংসতার আশ্রয় নিয়ে পতিত কর্তৃত্ববাদী সরকার সংবিধান লঙ্ঘন করেছে। ছাত্র-জনতা এমন এক শাসককে আন্দোলনের মুখে দেশত্যাগে বাধ্য করেছে, তারা ক্ষমতায় থাকার যোগ্যতাও হারিয়েছিলেন সংবিধান লঙ্ঘনের দায়ে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে সুশাসন প্রতিষ্ঠা জাতির জন্য অবশ্য করণীয় হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park